Sunday, 25 June 2023

শেখ হাসিনার ভারতকে দেওয়ার আর কিছু নেই: গয়েশ্বর চন্দ্র রায়

শেখ হাসিনার ভারতকে দেওয়ার আর কিছু নেই: গয়েশ্বর চন্দ্র রায়


ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর কিছু দেওয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, আমরা বাংলাদেশের কাছে কিছু চাইনি। আর প্রধানমন্ত্রী বলছেন- সেন্টমার্টিন দিলে ক্ষমতায় থাকতে পারবেন। কয়েকদিন আগে তিনি বলেছেন- আমি কী? দিয়েছি। সারাজীবন ভারতকে মনে রাখব। দেওয়ার মতো কিছুই বাকি নেই। এখন প্রধানমন্ত্রীর কাছে ভারতের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, আর কিছু দেওয়ার নেই।


রোববার (২৫ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। ফেনী জেলা জাতীয়তাবাদী পরিষদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে।


উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা বলছেন এই মুহূর্তে জনগণের সরকার দরকার। কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা বলেন- বর্তমান সরকারকে আমার জীবনের জন্য দরকার। এখন আর কোন উপায় নেই। প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন, ক্ষমতা দেবে কে? সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।


সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: