Monday, 26 June 2023

'ক্যাসিনো' আসছে ঈদে, প্রস্তুত নীরব-বুবলী

'ক্যাসিনো' আসছে ঈদে, প্রস্তুত নীরব-বুবলী


ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ ছবিটি। এতে একসঙ্গে অভিনয় করেছেন নীরব ও শবনম বুবলী। শাকিব সার্কেলের বাইরে এটি বুবলীর প্রথম ছবি।

'ক্যাসিনো' সিনেমা নিয়ে বুবলীর বক্তব্য এমন, 'শাকিব খানের সঙ্গে প্রায় পাঁচ বছর কাজ করেছি। সেই দলের বাইরে নীরব ভাইয়ের সঙ্গে প্রথম কাজ। সব মিলিয়ে এই দলেও পারিবারিক আবহ ছিল, তাই যোগদান করছি। আর নীরব ভাইয়ের সাথেও খুব ভালো রসায়ন আছে। যদিও এটি একটি রোমান্টিক ছবি নয়, এটি একটি অ্যাকশন-থ্রিলার ছবি। তবে রোমান্টিক দৃশ্য আছে। ছবিটি নিয়ে প্রত্যাশা অবশ্যই অনেক বেশি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি। যারা ব্যতিক্রমী বিষয়বস্তু দেখতে চান তারা গিয়ে ছবিটি দেখার জন্য আমন্ত্রিত। স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক, অস্বাস্থ্যকর প্রতিযোগিতা না হোক। কারণ এটি আমাদের শিল্প, আমরা একে অপরের সহযোগী। সব সিনেমা এক নম্বর হবে না। তবে দর্শক হলে গিয়ে প্রতিটি সিনেমা দেখুন।

2019 সালে বাংলাদেশে অবৈধ ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান এবং দেশে অর্থ পাচারের বিষয়টি উঠে এসেছে সিনেমার গল্পে। এতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন নীরব। তাকে দেখা যাবে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে। নীরব বলেন, 'ক্যাসিনো একটি বিগ বাজেটের ছবি। ঈদের দিন যারা সিনেমা দেখবেন তারা হল থেকে বের হয়ে জিজ্ঞেস করবেন কি দেখলাম! তারা ছবিটি দ্বিতীয়বার দেখতে চাইবেন।

'ক্যাসিনো' প্রযোজনা করেছেন সারোয়ার রাজীব, প্রযোজনা করেছেন সৈকত নাসির। সিনেমাটির শুটিং শুরু হয়েছে এবং কোভিড মহামারীর আগে বেশিরভাগ কাজ শেষ হয়েছে। কিন্তু প্রযোজক সৈকত নাসি মহামারীর কারণে দীর্ঘদিন বাকি কাজ বন্ধ রাখার পর ঈদুল আজহায় ‘ক্যাসিনো’ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা।


ছবির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির, চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: