Monday, 26 June 2023

এই ঈদে ড: মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান

এই ঈদে ড: মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান


গত বছরের মতো এবারও কণ্ঠশিল্পী মাহফুজুর রহমান ড. এবার একসঙ্গে দুটি চ্যানেলে একক সংগীতানুষ্ঠান নিয়ে আসছেন তিনি।

2016 সাল থেকে এটিএন বাংলা তার একক সঙ্গীত অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে এটিএন বাংলা ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার করবে একক সংগীতানুষ্ঠান 'তুমি আমার অন্তরে'।

এই অনুষ্ঠানে মোট ১১টি গান রয়েছে। অ্যালবামের গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

অ্যালবামের মধ্যে রয়েছে- বেঙ্গে চুরে চরখর, তোহার হাঁসি লাভ, মিন্দা শুধু তোমার, চুপি চুপি কাছে, তোমায় খুঁজি, ওই আকাশ নীলে দোই জান এবং রিমিক্স দাইমা-৩ শিরোনামের একটি গান।

এছাড়া অনুষ্ঠানটিতে রয়েছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো- আকেলা না জানা, কবিতা তুমকো, মুঝে তুম নজরসে এবং চুপকে চুপকে।

এটিএন নিউজে প্রচারিত হবে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান 'তোমার মাঝে বাচি'। ১০টি গান নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। এ আয়োজনে থাকছে জনপ্রিয় চারটি গজলও। এগুলো হলো- ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামচে বাদল গেল এবং ঘুমে এ দিল।

এ ছাড়াও রয়েছে আজ আদ সমুহি, তুমি জনতো না, অত্তিখানি হাসো না, ও রমণী, তোকে আখবা খু ও মনের আকসারি শিরোনামের গান।


এটিএন বাংলার স্টুডিওতে গানগুলোর শুটিং হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: