দেশে বছরে প্রায় ২৫ লাখ টন আম উৎপাদিত হয়। তবে উৎপাদনের তুলনায় রপ্তানির পরিমাণ খুবই কম। তবে সাম্প্রতিক বছরগুলোতে আম রপ্তানি বেড়েছে। শুধুমাত্র 2022-23 অর্থবছরে এ পর্যন্ত 2,700 টন আম রপ্তানি করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় 1,000 টন বেশি।
শুক্রবার (৪ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে দেশ থেকে ২৮টি দেশে আম রপ্তানি করা হয়েছে। এসব দেশে ১ হাজার ৭৫৭ টন আম রপ্তানি হয়েছে। তবে, 2022-23 অর্থবছরে রপ্তানিযোগ্য দেশের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে রপ্তানির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। ৩৪টি দেশে ২ হাজার ৭০০ টন আম রপ্তানি হয়।
আম রপ্তানিকারকদের তালিকায় সবার আগে রয়েছে যুক্তরাজ্য। দেশে ইতোমধ্যে ১ হাজার ২৫৬ টন আম রপ্তানি হয়েছে। ২৯৬ টন রপ্তানি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। এ ছাড়া কুয়েতে 218 টন, সৌদি আরবে 260 টন, সংযুক্ত আরব আমিরাতে 137 টন, কাতারে 111 টন, সিঙ্গাপুরে 55 টন, সুইজারল্যান্ডে 14 টন, জার্মানিতে 70 টন, ফ্রান্সে 85 টন আম রপ্তানি হয়েছে। , সুইডেনে 65 টন এবং কানাডায় 40 টন।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে দেশ থেকে মাত্র ২৩২ টন আম রপ্তানি হয়েছে। 2018-19 অর্থবছরে 310 টন, 2019-20 অর্থবছরে 283 টন এবং 2020-21 অর্থবছরে 1 হাজার 632 টন রপ্তানি হয়েছে।
বিশ্ববাজারে আমের ব্যাপক চাহিদা থাকলেও ভালো কৃষি পদ্ধতিসহ বিভিন্ন আন্তর্জাতিক মান না মেনে রপ্তানির পরিমাণ কম। রপ্তানি বাড়াতে কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে 'রপ্তানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি' শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় কৃষকদের ভালো কৃষি পদ্ধতি অনুসরণ করে আম উৎপাদনসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।
0 coment rios: